Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ইউসিসি/এডিসিসি ও জোনাল অফিসারদের দুদিনব্যাপী প্রশিক্ষণ
Details

কৃষি (শস্য, মৎস ও প্রাণিসম্পদ) শুমারি ২০১৮-এর ২য় জোনাল অপারেশন উপলক্ষে ঝালকাঠি জেলার সকল ইউসিসি/এডিসিসি ও জোনাল অফিসারদের দুদিনব্যাপী প্রশিক্ষণ আগামীকাল (০৭ ফেব্রুয়ারি ২০১৯ খ্রি.) সকাল নয়টা থেকে জেলা পরিসংখ্যান কার্যালয়, ঝালকাঠি-এর সভাকক্ষে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা পরিসংখ্যান কার্যালয়, ঝালকাঠি-এর উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও ডিসিসি জনাব মোঃ দেলোয়ার হোসেন মহোদয়। সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

Attachments
Image
Publish Date
06/02/2019
Archieve Date
09/02/2019